১৫ বছর পর মুসলিম মন্ত্রী পেল মধ্যপ্রদেশ

দিনকাল ডেস্কঃ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ গত রবিবারে তার মন্ত্রিত্বের সংখ্যা বাড়িয়েছেন। ২৮ জন নতুন মন্ত্রীর মধ্যে একমাত্র মুসলিম মন্ত্রী আরিফ আকিল।

ভোপাল উত্তর থেকে নির্বাচিত এই বিধায়ক ১৫ বছর পরে প্রথম মুসলিম মন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন।

সমস্ত এলাকার ভারসাম্য বজায় রেখে কমলনাথ ৯ জন মন্ত্রী নিয়েছেন মালবা নিভাড় এলাকা থেকে, ৬ জন কেন্দ্রীয় মধ্যপ্রদেশ থেকে, ৫ জন গোয়ালিয়র-চম্বল এলাকা এবং ৩ জন বুন্ডেলখন্ড এলাকা থেকে।

রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল রাজভবনে মন্ত্রীদের শপথ গ্রহন করান।

এই মন্ত্রিত্বের ১১ জন মুখমন্ত্রী কমলনাথ এর বিশ্বাসভাজন রয়েছেন ১১ জন, ৯ জন প্রবীন কংগ্রেস নেতা দিগ্বিজয় এর আস্থাভাজন, ৭ জন জোতিরাদিত্য সিন্ধিয়ার ক্যাম্প থেকে এবং একজন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অরুণ যাদব এর আস্থাভাজন।

২৮ জন মন্ত্রীর মধ্যে মাত্র ২ জন মহিলা মন্ত্রী হয়েছেন।

নতুন মন্ত্রীসভা তাঁদের কাজ শুরু করবে ৭ জানুয়ারী ২০১৯ থেকে।

কংগ্রেস মধ্যপ্রদেশে ১৫ বছর পরে ক্ষমতায় ফিরে এসেছে।

Back To Top