ষষ্ঠ দফায় বাংলায় নজিরবিহীন ঘটনা

লোকসভা  নির্বাচনে  আগের পাঁচটি দফায়  তিনটি  খুনের ঘটনা ঘটলেও ষষ্ঠ  দফায়   নির্বাচন  কিন্তু   জঙ্গলমহল  অনেক  হিসাবকে পাল্টে দিল। গোলাগুলি, খুনখারাবির পাশাপাশি  আরও  একটি নজিরবিহীন  ঘটনার স্বাক্ষী রইল। ঘাটালের বিজেপি প্রার্থী  ভারতী ঘোষের রক্ষী এদিন শূন্যে গুলি  ছোড়ে  পরিস্থিতিকে উত্তপ্ত  ও আতঙ্কিত করে দিয়েছে ।  বেলদার ক্যাম্পে বিজেপি -র গুলিতে  দুজন তৃণমূল  কর্মী গুরুতর জখম হয়েছেন । বিজেপি  ও প্রধানমন্ত্রী   নরেন্দ্র মোদী  এতদিন পর্যন্ত  আইনশৃঙ্খলার  ছবক দিচ্ছিলেন । এখন তাদের দলের  প্রার্থী  ভারতী ঘোষের  রক্ষী  গুলি ছুড়লেন  আত্মরক্ষার  অজুহাতে। এটা কি নিছক আত্মরক্ষার  অজুহাত? না  , কেবলমাত্র  আতঙ্ক  তৈরি করা। শনিবার  ভারতী ঘোষের গাড়ি  থেকে টাকা উদ্ধার  হয়েছে । সেখানেও আইনশৃঙ্খলা  ভঙ্গ  করা হয়েছে । তারপর রক্ষীর গুলি ছোড়া।   এই বিজেপি আবার আইনশৃঙ্খলার প্রশ্ন  তোলে? তার কোনো  নৈতিক  অধিকার  আছে ।  ভারতী ঘোষ ও তার রক্ষী গুলি ছুড়ে নিজেরাই আইন ভঙ্গ  করেছে। তাই এই বেআইনি  কার্যকলাপের  বিরুদ্ধে  অবিলম্বে  আইন মোতাবেক  ব্যবস্থা  নেওয়া প্রয়োজন ।নইলে এরা সংসদে গিয়েও গুলি চালাবেন।

Back To Top