লক্ষ্য সাধারণ নির্বাচন, এবার উচ্চবর্ণ হিন্দুদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ দিল বিজেপি সরকার

REUTERS/Denis Balibouse

এতদিন সংরক্ষণের বিরুদ্ধে চিৎকার করে এসে আজকে আবার সেই সংরক্ষণকেই হাতিয়ার করল বিজেপি সরকার। এবার তারা উচ্চবর্ণ হিন্দুদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ দিচ্ছে এই সরকার। উচ্চবর্ণ কিন্তু যে পরিবারের আয় বছরে ৮ লাখের থেকে কম তারা এই সংরক্ষণের সুবিধা পাবে।

এর আগেও অবশ্য একই ধরণের সংরক্ষণের দাবী মায়াবতীও করেছিলেন। নরসিমা রাও এর আগে চেষ্টা করেছিলেন কিন্তু সংবিধান বিরোধী হওয়ায় প্রস্তাব পাশ হয়নি। সেইজন্য, সংবিধান সংশোধন করে নতুনভাবে উচ্চবর্ণ হিন্দুদের কে সংরক্ষণ দেবেন।

গত বছরের নির্বাচনে উচ্চবর্ণের লোকেরা বিজেপিকে বয়কট করায়, বিজেপি নতুন করে তাদের তোষামোদ করে ২০১৯ এর সাধারণ নির্বাচনে পাশে পেতে চাইছে বলেই আশা করেছে ওয়াকিবহাল মহল।

Back To Top