রোহিঙ্গা মুসলমানকে মায়ানমারে ফেরত পাঠাল ভারত

গত বৃহস্পতিবার দ্বিতীয় রোহিঙ্গা গ্রুপকে মায়ানমারে ফেরত পাঠালো ভারত। ৫ সদস্যের এই পরিবার মায়ানমারে যখন মুসলিম বিরোধী অভিযান চালাচ্ছিল মায়ানমার সেনা তখন মায়ানমার ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল এই পরিবার।

ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকার প্রথম থেকেই ভারতে আশ্রয় নেওয়া ৪০ হাজার রোহিঙ্গাকে জাতীয় হুমকি বলে ঘোষণা করে মায়ানমারে পাঠাতে চাইছে।

গত অক্টোবরে প্রথম ভারত ৭ জনের একটি পরিবারকে মায়ানমারে ফেরত পাঠায়।

জাতি সংঘের রিপোর্ট অনুযায়ী মায়ানমার থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। ২০১৭ সালে মায়ানমার সরকার দ্বারা মুসলিমদের গণহত্যা শুরু হলে তারা পালিয়ে এসে আশ্রয় নেয়।

রয়টার্স

Back To Top