রমজান মাসেও জিনিসপত্রের দাম আকাশ ছোওয়া টাস্ক ফোর্স কার্যত নিস্ক্রিয়

দিনকাল ডেস্কঃ এক সপ্তাহ হয়ে গেল রমজান মাসের। অথচ জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। সংখ্যালঘু দরদি মুখ্যমন্ত্রী কী করছেন? টাস্ক ফোর্স কি কার্যত নিস্ক্রিয়? এই প্রশ্ন কলকাতা, রাজ্যের সব জায়গায়। শুধু মুসলিম সমাজেরই নয়। এই আকাশছোঁয়া দ্রব্যমূল্য নিয়ে সরব সব সম্প্রদায়ের মানুষ। মিঠাই বেকবাগানে দেখা হল মসিউর রহমান। তিনি বললেন, ফলমূলের দাম এতো চড়া যা কেনাই মুশকিল। রমজানের আগে যে আপেলের দাম ছিল কেজি প্রতি ১০০- ১২০ টাকা, এখন তা দাঁড়িয়েছে ২৫০ টাকায়। কলা প্রতি পিসের দাম ৫ টাকা। আতা- ডালিম- আনারস সহ প্রতিটি ফলের দাম চড়া। তরমুজ প্রতি কেজিতে ৩০ টাকা রয়েছে। ভবিষ্যতে সেটারও দাম বেড়ে যাবে। পিয়াজ প্রতি কেজি ৩০ টাকা। আলু প্রতি কেজি ১৬ টাকা। মাচ- মাংস ছোওয়া যায় না। জনাব রহমান সাহেব আরও বলেন যে, মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় ইফতার পার্টি করছেন। তিনি এব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছেন না।    

Back To Top