ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত হল এক নতুন শক্তি

দিনকাল ডেস্কঃ  ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত হল এক নতুন শক্তি।  ভারতীয় বায়ুসেনার হাতে এল মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার। শনিবারই অ্যাপাচে ৬৪-ই ওই কপ্টার ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়েছে। অ্যারিজোনায় এয়ার মার্শাল এ এস বুটেলা-র হাতে এই অ্যাপাচে হেলিকপ্টার তুলে দেয় বোয়িং কর্তৃপক্ষ। এই অত্যাধুনিক কপ্টার এএইচ-৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান কপ্টার যে কোনও আবহাওয়ায় কাজ করতে পারে। চার ব্লেডের এই কপ্টার সরাসরি লক্ষ্যে আঘাত হানতে পারে। আর সেই জন্য এই অত্যাধুনিক কপ্টারে রয়েছে নোজ-মাউন্টে়ড সেন্সর স্যুট এবং নাইট ভিশন সিস্টেম। এই অ্যাপাচে কপ্টারের ঘণ্টায় গতিবেগ প্রায় ৩০০ কিলোমিটার। ২০১৫ সালে সেপ্টেম্বর মাসে ২২টি অ্যাপাচে কপ্টার কেনার জন্য মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করে ভারত। সেই চুক্তি অনুযায়ী, জুলাই মাসে প্রথম ব্যাচের অ্যাটাকিং অ্যাপাচে হেলিকপ্টার ভারতে এসে পৌঁছবে। প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া এয়ার ক্রু এবং গ্রাউন্ড ক্রু অফিসারদের পাঠানো হয়েছে আলাবামার ফোর্ট রাকারে। চলতি বছর ফেব্রুয়ারিতেই ভারতীয় বায়ুসেনার হাতে এসে পৌঁছেছে মার্কিং যুক্তরাষ্ট্রে তৈরি চিনুক সিএইচ-৪৭এফ (আই) হেলিকপ্টার। ওই বিশেষ কপ্টারও তৈরি করেছিল বোয়িং সংস্থা। অস্ত্র সহ বিভিন্ন মাল বহন করার কাজে ব্যবহৃত হয় চিনুক হেলিকপ্টার। এ বার বায়ুসেনার হাতে এল অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার। অ্যাপাশে ৬৪ই ভারতীয় বায়ুসেনার হাতে আসায় তাদের শক্তি আরও বাড়ল বলেই জানাচ্ছেন বায়ুসেনা কর্তৃপক্ষ।

Back To Top