কবিতাঃ বিভাজনের রাজনীতি

~উমর ফারুক

দিল্লির এখন থমথমে গা অগ্নিদগ্ধ, ক্ষোভ
নিচ্ছে কিনে দাঙ্গা কেহ রাজনীতিতে সরব।
বিদ্রোহ নিয়ে যুদ্ধ কেন বাঁধাও বারে বারে
মুসলিম বলে ছূঁড়ছে বুলেট ছিন্নমাথা নাড়ে।
মুসলিম বলে ছোঁয়া ন্যাপাই নাকি দোষ?
অথচ তাদের হস্তে গড়া মহানস্মৃতি সৌধ
মন্দিরে যায় দলিত শূদ্র আধুনিক এই যুগে
দোষ লাগে ব্রাহ্মণের গায় সেই অসুখে ভুগে।

মুসলিম বলে তাড়াতে চাই সন্ন্যাসী সাংসদ
গেরুয়া কাপড় গায়ে দিয়ে বাড়ছে কেন ক্রোধ?
যোগীর দেশে মিথ্যে কেশে ডা.কাফিল খান
ফের দিল্লিতে হত্যা হল একগুচ্ছ মুসলমান।
উগ্রদের স্রোত মসজিদমুখি বল জয়শ্রীরাম
ছুঁড়ো বোমা গেরুয়া নিশান সাথে আছে রাম।

কোন রাজা তুমি লজ্জা কোথায় রাখো
বর্ণের নামে মানুষ খুন চশমা খুলে দেখো।
হিন্দুস্তান গড়তে লাগে একশ হাজার হাত
শান্তিতে ঘুমাও তুমি কাটুক ভালো রাত।
মৌলবাদী হিন্দুর মনে ঘেন্না ঢোকায় কে
জাত বাঁচাতে হত্যা কেন দলিতের ছেলেকে।
বৈষম্য এক মারণ ব্যাধি ঢোকায় বিজেপি
জাতপাতে দাঙ্গা বাঁধে এখনো কমেনি ।

Back To Top