ফাজিল পরীক্ষায় দ্বিতীয়ঃ দক্ষিণ ২৪ পরগণা জেলার জীবনতলা রামরায়েরঘেরী গ্রামের বাসিন্দা মুহাম্মদ হাসানুর মোল্লা

দিনকাল ডেস্কঃ মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় ৫৩৬ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করল। দক্ষিণ ২৪ পরগণা জেলার জীবনতলা রামরায়েরঘেরী গ্রামের বাসিন্দা মুহাম্মদ হাসানুর মোল্লা। তার এই ফলের সাফল্যে বনমালীপুর আবু জাফারিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-সিখিকারাও গর্ববোধ করছে। রামরায়েরঘেরী গ্রামের এক মুদি দোকানের আয়ে চলে তাদের সংসার। বাবার নাম মুহাম্মদ আসরফ মোল্লা। ছেলের এই ভালো সাফল্যে বাবাও দারুন খুশি।

     এই সাফল্যের জন্য মাদ্রাসার সিখকদের কাছে কৃতজ্ঞ হাসানুর। তার ‘আমার মাদ্রাসার শিক্ষকরা খুব ভালো গাইড করেছে। তাছাড়া এই মাদ্রাসা থেকে আমাদের সিনিয়রা ভালো ফল করেন। সে সব থেকেই শিক্ষকরা আমাদের উদ্বুদ্ধ করেন। এই সাফল্যের জন্য মাদ্রাসা শিক্ষকদের অবদান পুরোপুরিই। ৯৭ নম্বর পেয়ে আরবি বিষয় নিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ে বা মৌলানা আজাদ কলেজ থেকে ডিগ্রি কোর্টে চাই হাসানুর।আবু জাফারিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার এই সাফল্যে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মণ্ডল কৃতি ছাত্র হাসানুরকে অভিনন্দন জানায়। তিনি বলেন, হাসানুরের কৃতিত্ব আমাদের মাদ্রাসাকে গর্বিত করেছে। আগামী দিনে হাসানুর উচ্চ শিক্ষিত হয়ে স্মাজকে এগিয়ে নিয়ে এই আশীর্বাদ করি।

     এদিন হাসানুরকে অভিনন্দন জানান সম্পাদক আব্দুল আলিম, সভাপতি আব্দুল হান্নান, স্থানীয় সালাউদ্দিন   

Back To Top