পশ্চিমবঙ্গে গেরুয়া ছোবল ও কিছু কথা

সপ্তদশ লোকসভা নির্বাচনে সারা দেশে গেরুয়া শক্তি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে । আরও উল্লেখযোগ্য বিষয় হল পশ্চিমবঙ্গে গেরুয়া ছোবল। এই রাজ্যে 42 টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 18টি আসন । 2014 সালে 2। 2019 সালে 9গুন বেড়ে 18। যথেষ্ট ভাববার বিষয়। এর কারণ যদি হয় বাম ভোট রামে যাওয়া , তাহলে দ্বিতীয় কারণটি হল মমতাদেবীর একের পর এক ধর্ম নিরপেক্ষ দলগুলি ক্ষয় করে দেওয়ার মানসিকতা । দ্বিতীয়ত, মমতা দেবী বিভিন্ন জনসভায় বিজেপির প্রবল বিরোধিতা করলেও বিগত আট বছরে এই রাজ্যে বিজেপির অঙ্গ সংগঠন হিন্দু সংহতি, দুর্গা বাহিনী, হিন্দু জাগরণ মঞ্চ সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের শাখা 5000 ছড়িয়ে গেছে।ধর্ম নিরপেক্ষ সংগঠনগুলির মৃত্যু ঘন্টা বাজিয়ে তৃণমূল এই রাজ্যে বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছে।

রামনবমীর পাল্টা রাম নবমী মানেই তো হিন্দুত্ব বাদকে উসকে দেওয়া । সাধারণ মানুষ ভাবল তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি । রাজ্যের শাসক দলের বিকল্প হল কেন্দ্রের শাসক দল।আর মানুষ বা সাধারণ ভোটার এই অঙ্কে বিজেপিকে ঢালাও ভোট দিল। আর এর ফলে বিজে পি এই রাজ্যে এখন চালকের আসনে। জানিনা আর কত তৃণমূলের বিধায়ক বিজেপি তে যোগ দিয়ে 2021 সালের আগেই বিজেপি ক্ষমতা দখল করব। এন আরসি এখন পশ্চিমবঙ্গের মানুষের নিয়তিই হয়ে গেল।

Back To Top