পরের ঘরে যেতে হবে

~রানু সরকার

আমার এক আত্মীয় গ্রামে থাকে সেখানে বেড়াতে গিয়ে ছিলাম, ভোরবেলা শুনতে পেলাম উলুর ধ্বনি, আমি মনে মনে ভাবলাম এইরে এবার নাজানি মেয়েটির সর্বনাশ হতে চলেছে। আমার মনে আশার কারন আমার দেখা এই রকম অনেক ঘটনা ঘটেছে। আমার বন্ধু অরুন্ধতী সে ও তো কত কষ্টে আছে, তাই কোনো মেয়ের বিয়ের কথা শুনলে ও দেখলে আমার খুব কষ্ট ও রাগ হয়। আমি চলে গেলাম মেয়েটির বাড়ি, আমি জিজ্ঞাসা করলাম এই মেয়ে তোমার নাম কি?  তোমার গালে কি মাখালো? ও হলুদ বুঝেছি, তোমার বিয়ে তাই না মেয়ে, তুমি এসব দেখে বুঝতে পারছো না এটাও কি দিতে হবে বলে। রাগ করে কথা বলছো যে জোর করে দিচ্ছে নাকি বিয়ে? একটু বড় হলে বাপের ঘরে থাকতে নেই এটাও কি বুঝিয়ে দিতে হবে। থাকতে পারবে বাপ মাকে ছেড়ে? বাপ মা যদি মায়া কাটিয়ে থাকতে পারে আমার ও পারতে হবে, আমি বোঝালাম, শোনো মেয়ে একটি ঘর ছেড়ে আর একটি ঘরের খোঁজে বেঁচে থাকার জন্য যেতে হয় সব মেয়েদের। পাগলামী কোরো না মেয়ে, মেয়েদের যদি বিয়ে না হতো তাহলে কি করে ফুল ফুটতো ও ফল পেতো। কষ্টের হাসি হেসে বললো মেয়েদের বেলায় নিয়ম নিষেধ তাই না তুমি বলো? ধুর পাগলি কাঁদিস কেনো? ঘরের মায়া ত্যাগ করতে কষ্ট হচ্ছে বুঝেছি, ত্যাগ না করলে সংসারের মানুষ কে কিরকম চিনবি কি করে সেই জন্য সব মেয়ে কে যেতে হয় শশুর বাড়ি তে। কয়েক মাস পর গেলাম সেই আত্মীয়ের বাড়ি, গভীর রাতে কানে ভেসে আসছে চিৎকারের শব্দ, মনে খুব কষ্ট হচ্ছিল কি জানি কার আবার কি হলো। শুয়ে ভাবছি কখন ভোর হবে দেখতে যাবো কার কি হলো, ভোর হলো তাড়াতাড়ি উঠে চলে গেলাম। গিয়ে দেখি সেই বাড়ি সেই মেয়ে, ঘরে ঢুকে দেখি মেয়েটি চুপ করে শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম এই মেয়ে কিহলো তোর? মরতে গেলি কেনো? কাঁদো কাঁদো স্বরে বললো, মরতে গিয়ে ছিলাম পারলাম কই মরতে, খেতে গিয়েছিলাম ইঁদুর মারা বিষ। যমের কাছে ও আমি অরুচি… এই সব নাটক করলি মরতে তো পারলিই না গ্রামের লোক করবে কানা-কানি হাসা-হাসি তোর মা বাপের কি হুশ এলো?

তখন বলেছিলি বিয়ে করবি না জোর করে পণ দিয়ে কালো মেয়ের দিলো বিয়ে। তখন তোর মানা শোনেনি, কয়েক মাস আগে তোর বিয়ের দিন আমি এসে ছিলাম। কিছু বলবো ভেবেছিলাম পারিনি বলতে, আমি জানমাত এই রকম কিছু একটা ঘটবে ঠিক ঘটলো। তুই পালিয়ে গেলিনা কেনো? কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারতি, তুই তো পড়া শুনা জানিস? জানিস মেয়ে এই পৃথিবীতে ভালবাসা দিয়ে যাবি ঝিয়ের মতো খাটবি সংসারের মানুষ জনের মন্দ কথা শুনবি মুখ বুজে কোনো উত্তর করবি না তাহলে তুই ভালো থাকলেও থাকতে পারিস, কোনো নিশ্চয়তা নেই এটাই নিয়ম এবার তুই ভেবে দেখ কি করবি আমাকে জানাস,আমি আশিরে মেয়ে এই রকম আর করিস না বেঁচে লড়াই কর মরে জিতিয়ে দিস না।

Back To Top