পপুলার ফ্রন্ট স্কলারশিপ প্রদানের জন্য ইন্টারভিউ নেওয়া শুরু

দিনকাল ডেস্কঃ প্রত্যেবছরের ন্যায় এ বছরও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া দুস্থ কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের কে স্কলারশিপ প্রদানের জন্য সাক্ষাতকার নেওয়া শুরু করেছে।

গত ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করেছে পপুলার ফ্রন্ট। আজ থেকে ইন্টারভিউ শুরু। আজকে ছাত্রছাত্রীদের ইন্টারভিউ নেওয়া হয় মুর্শিদাবাদের বহরমপুর ও জঙ্গীপুরে এবং দক্ষিণ দিনাজপুরে।

আগামী কাল ইন্টারভিউ নেওয়া হবে মুর্শিদাবাদের ইসলামপুর এবং দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে।

এসএমএস এর মাধ্যমে ছাত্রছাত্রীদের কে ডাকা হয় বলে জানালেন মাসুদুল ইসলাম। তিনি বলেন যোগ্য প্রার্থীদের কে এসএমএস করে ইন্টারভিউয়ে অরিজিনাল কাগজপত্র সহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

এসএমএস যারা পাননি, বা নাম্বার পরিবর্তন হয়ে গেছে তাদেরকেও সব থেকে কাছের ইন্টারভিউ কেন্দ্রে উপস্থিত থাকতে বলেছেন তিনি।

প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে ৩০০ জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়। এ বছর ও তার ব্যতিক্রম ঘটবে না বলে জানান তিনি।

আগামী ৮ এবং ৯ অক্টোবর পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে ইন্টারভিউ নেওয়া হবে।

 

Back To Top