কবিতা ২ঃ নেতাজী সুভাষ

~উমর ফারুক

হে বীর মুক্তিযোদ্ধা,
স্মরণীয় অমরত্ব বাণী লিপিবদ্ধ ;
ভারতের রণ রক্ত স্বাধীনতা সত্য,
আপন প্রাণ দানিয়েছ দেশের তরে
কিন্তু সুপ্ত রহিয়াছে তোমার শেষ পরিণতি!
‘দিল্লী চলো’- স্লোগান আর কে দেবে?
নবযুগের সূচনা আর হবে কবে?

তুমি নয়নের সম্মুখে নাই
তুমি মনের গহীনে নিয়েছো যে ঠাই
সাদাচামড়াওয়ালার বিপক্ষে
ধরিয়াছিলে অস্ত্র ।

আজ কোথা সম্মান, কোথা শ্রদ্ধা দেশভক্তি?
দিনে দিনে ফুলছে জোয়ার হিংসের
অসাম্যের গুঞ্জরে ঝরে অধিকার সাম্যের ।
দেশপ্রেম অপ্রেমে উছলে পরেছে।।
আজও বহু যুবদল দেশ ত্যাগি,
দেই বিদেশে পারি,
নিজ প্রতিষ্ঠার লাগি।

হে বীর মহান ভারতীর;
সাদাকালো মুছে -করেছিলে লীন
জাপান – জার্মান পাড়ি দিয়েছিলে দেশ স্বার্থে
আপন প্রান বিসর্জন দিতে
মানবীয় তপ্ত বালুতে শুয়ে
ছিনিয়েছিলে অধিকার
আজও রহিয়াছ শত কোটি
ভারতীয়র প্রাণে,উজ্জ্বল তারকা হয়ে।

Back To Top