ত্বহা সিদ্দিকীর ধর্না মঞ্চে যাওয়া নিয়ে প্রশ্ন মুসলিম সমাজেই


দিনকাল ডেস্কঃ মাত্র কয়েকদিন আগে তৃণমূলকে কবরে পাঠিয়ে ছিলেন ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকী। কয়েকদিনের ব্যবধানে তিনিই আবার মেট্রো চ্যানেলে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধর্নামঞ্চে দেখা করলেন। চিটফান্ড কান্ডে যে তদন্ত চলছে তাতো আদালতের নির্দেশে। আইন যদি আইনের পথে চলে সেখানে পুলিশ কমিশনারের হয়ে মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে কেন? আর সেই ধর্না মঞ্চে ত্বহা সিদ্দিকী কেন? রাজনৈতিক মহল মনে করছে, আবার ফিজ বাড়ানোর মতলব? আবার সেই ‘কানাকুকুর মাড়ে-ভাতে শান্ত’ হওয়ার বাসনা? রাজ্যের ওয়াকিবহাল মহল মনে করছে, মুসলিম সমাজকে এই সব তথাকথিত মুসলিম নেতারাই ফুটবল করে রেখে দিয়েছে। এরাই সমাজটাকে ফুটবলার হতে দিচ্ছে না। অন্য একটি মহল মনে করছে, ফুরফুরা শরীফের আধুনিক শিক্ষায় শিক্ষিত আব্বাস সিদ্দিকীর জনপ্রিয়তাকে কি হজম করতে পারছে না ত্বহা সিদ্দিকী? সিবি আই ধোঁয়া তুলসী পাতা নয় । কিন্তু একটি কেন্দ্রীয় সংস্থার তদন্ত কর্মকে প্রভাবিত করার চেষ্টা কেন মুখ্যমন্ত্রীর- প্রশ্ন তুলেছেন সারদা কাণ্ডের জেলখাটা সাংসদ কুণাল ঘোষ। আর সেখানে ত্বহা সিদ্দিকীর ধর্না মঞ্চে যাওয়া কেন? তিনি কি মুসলিম সমাজের নেতা? না, পীর- ভক্তদের নেতা?

Back To Top