তিস্তা নিয়ে প্রশ্ন? ভারত-বাংলাদেশের মধ্যে ৭টি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত

hasina-modi-with-bangladesh-prime-minister-sheikh_fc5e68ae-1e81-11e7-beb7-f1cbdf0743d8.jpg

দিনকাল ডেস্ক ও দিল্লী প্রতিনিধিঃ ভারত ও বাংলাদেশের মধ্যে ৭টি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হল। এগুলি হল বন্দর, জলবন্টন, শিক্ষা, সংস্কৃতি, উপকূলবর্তী নিরাপত্তা- প্রভৃতি। শনিবার দিল্লীড় হায়দ্রাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা এই চুক্তিতে স্বাক্ষর করেন। দুই রাষ্ট্রনেতার উপস্থিতিতে হায়দ্রাবাদ হাউসে কূটনৈতিক অফিসারদের নিয়ে বৈঠকও হয়। এরফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হল। তবে তিস্তা চুক্তি কেন দূরে সরে গেল তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন।

৭টি চুক্তি বাদ দিলেও ভিডিও কলের মধ্যে দিয়ে তিনটি প্রকল্পের উদ্বোধন করেন দুই রাষ্ট্রনেতা। সেগুলি, উত্তরপূর্ব ভারতে বাংলাদেশ থেকে এলপিজি গ্যাস আমদানি, খুলনায় একটি স্কিল ডেভলপমেন্ট প্রতিষ্ঠান ও ঢাকার রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ ভবনের উদ্বোধন।

Back To Top