চতুর্থবারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বি. এস. ইয়েদুরাপ্পা

কর্ণাটকের কংগ্রেস জেডিএস সরকারের পতনের পরে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির বি.এস.ইয়েদুরাপ্পা।

উল্লেখ্য, ২০১৮ সালে বিধানসভা ভোটের পরে কোন দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন নিয়ে টানাপড়েন চলে। বিধায়ক এর দিক দিয়ে একক বড় দল বিজেপিকে সরকার গঠনের অনুমতি দেয় রাজ্যপাল। মুখ্যমন্ত্রী হয় বি.এস.ইয়েদুরাপ্পা। কিন্তু আস্থা ভোটে মেজরিটি না থাকায় পদত্যাগ করতে বাধ্য হয় বি.এস.ইয়েদুরাপ্পা।

এরপরে কংগ্রেস ও জেডিএস জোট করে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হয় জেডিএসের এইচ ডি কুমারস্বামী।

২০১৯ লোকসভা ভোটের আগে বিজেপির নেতা বি.এস.ইয়েদুরাপ্পা ঘোষণা দেয় যদি কর্ণাটকের মোট লোকসভার ২৮ আসনের মধ্যে ২২ টি পায় তবে ১ মাসের মধ্যে কর্ণাটকের সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়ে রাখে।

২০১৯ নির্বাচনে বিজেপি আসন পায় ২৫ টি এবং কথামত ভোটে জেতার মাত্র ২ মাসের মধ্যে জোট সরকারকে ফেলে আবারো ক্ষমতা দখল করল।

Back To Top