গঙ্গা-পাগলা-ফুলহার নদীর সাঁড়াশি আক্রমণে মালদায় ভয়াবহ বন্যা

36390176422_f0a9c05096_o-compressed.jpg

দিনকাল ডেস্ক ও নিজস্ব প্রতিনিধি (মালদা): গঙ্গা-পাগলা ও ফুলহার নদীর জলে মালদার কয়েকটি ব্লকে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বন্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনিশ্চিত গন্তব্য স্থলে ছুটতে হচ্ছে। এলাকায় পৌছেছেন দুই মন্ত্রী জাভেদ আহমেদ খান ও গোলাম রব্বানি। নবান্নেও খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। সরকারিভাবে সব ধরণের সাহায্যের আশ্বাস দিলেও এখনও পর্যাপ্ত ত্রান বানভাসি এলাকায় পৌঁছায়নি বলে দাবি। মালদার জেলাশাসক ও দুই মন্ত্রীর প্রতিনিধিদল বানভাসি এলাকা পরিদর্শন করছেন। তাদের দাবি এই বন্যাকে অবিলম্বে ‘জাতীয় সমস্যা’ হিসেবে ঘোষণা করা হোক।

এদিকে গঙ্গা-পাগলার জলে কালিয়াচক- ৩ নম্বর ব্লকে (বৈষ্ণবপুর থানা) শোভাপুর, মানিক থানার পঞ্চানন্দপুর, ফুলহার নদীর জলে রতোয়া-১ নম্বর ব্লকের মহানন্দাতলা, রতোয়া-২ ব্লকের বাহারাল, তেলিপুর, রতোয়া ও ভাদো পঞ্চায়েত এলাকার গ্রামের পর গ্রাম প্লাবিত। হরিশচন্দ্রপুর ও চাঁচল এলাকার ব্যাপক শস্যহানি হয়েছে। জেলাশাসক বুধবার সাংবাদিকদের জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা করা হচ্ছে। প্রতিটি ব্লকের বিডিওদের জানিয়ে দেওয়া হয়েছে কন্ট্রোল রুম থেকে বিষয়টি পর্যবেক্ষণে রাখতে।

Back To Top