কবিতা: করোনা


উ ম র ফা রু ক

আক্রান্ত এই পৃথিবী করোনার কোপানলে
এ কেমন ভুতুড়ে রোগ মুখোশের আড়ালে
বৈচিত্র্যময় বিশ্বে আঁধার নামছে দিনে রাতে
আতঙ্কে দেশ বন্ধ কপাট সতর্ক পায়ে হাতে।
মৃত্যু হয়ে ছুটছে ঘোড়া দেশ থেকে বিদেশে
কঠিন হয়ে থাকছে মানুষ বহুরূপীর বেশে
হাতের ছোঁয়া মুখে হাত সবকিছুতেই মানা
গলে যদি আটকে থাকে দিতে পারে হানা।
জল খাও ঘন্টা প্রতি এটাই বাঁচার উপায়
ক্ষুদ্র জীবাণু বিগড়ে দিবে বাঁচতে দেবে নাই।
মহামারী কোঁপ বিশ্বে এল শিলাবৃষ্টি হয়ে
ভুগছে দেখি লাখো মানুষ প্রভুর দিকে চেয়ে
এটা নাকি খুব সাবধানে ঢুকতে দেহে চায়
মৃত্যু ডাকে বিপদ মুখে হাত বুলিয়ে গায়!
জন্ম নিয়ে যুদ্ধ ঘোষণা মানুষের বিরুদ্ধে
যুদ্ধ এড়াতে পারেনি মানুষ আতঙ্ক রন্ধ্রে।
উন্নয়নে জোয়ার ছিলো ত্রাস ছিলো না ভবে।
এ সময় করোনা এসে মন্দা জোটালো সবে।

Back To Top