অস্বীকৃতির খেসারত

অস্বীকৃতির খেসারত

~আব্দুর রফিক খান

অর্থ থাকুক বা না থাকুক
তোমার অসার নগ্ন শব্দ-চয়ন কে
মেনে নিতে হবে—
স্বীকৃতি দিতে হবে শ্রেষ্ঠ কবিতার।

তোমার গানে কথা ও সুরের
সামঞ্জস্য না থাকলে ও
শ্রেষ্ঠ গান —-অসাধারণ সুর
বলে স্বীকৃতি দিতে হবে।

নতুবা আমার অস্তিত্ব কখনোই
জন্ম খাতায় উঠবে না।
ভবিষ্যতে ও উঠবে কিনা
নিশ্চয়তা থাকবে না ।
অথবা আমি আছি বা ছিলাম
ভবিষ্যতে সার্টিফিকেট মিলবে না।

আরো পড়ুন প্রেমের কবিতা অভিমান

(লেখকঃ আব্দুর রফিক খান, সালার, মুর্শিদাবাদ )

Back To Top