কবিতাঃ দুঃসাহসী বন্ধু তুমি

~উমর ফারুক

শ্রাবণ মাসে মেঘের ফোঁটা
জল হয়ে নামছে কেবল
যখন বলয়ে বাজিছে দামামা
দিকে দিকে সাপের ছোবল!

জাগরণী গান শুনতে দেখি
জাগে সে তো সাত বিহনে
কঠিন ছিল মনের পাখি
ভাঙেনা কভু, লড়তে জানে।

অনুভূতি লাগে আবার যদি
আসার কথা ভাবে কখনো
জালায় কেবলই সাঝের প্রদীপ
অন্যায়ের প্রতি ক্ষোভ রাখেনও

ওহে মানিক চাঁদ ভাবে তোমায়
হাঁসুলে হাতে কর বিদ্রোহ..!
ঘিরে আছে তাকে বিপন্ন ছায়ায়
কাপুরুষের প্রবল উপদ্রব।

তোমার কাছে অশরীরির দু হাত
একলা ঘরে বাড়ায় যদি
তুমি কি তারে দান করবে নেহাত
জীবন খানি নিয়ে ঝুঁকি??

Back To Top