কবিতাঃ তুমি প্রজ্জ্বলিত পঙ্কজ

তুমি প্রজ্জ্বলিত পঙ্কজ
~রানু সরকার

সখি আমার নীড়মাঝ নদীতে,
তোমার যখন খুশি চলে এসো।

হৃদয়ের ঘড়া ভরিয়ে দেব,
তুমি আমার মাঝ নদীর প্রজ্জ্বলিত পঙ্কজ।

তোমার অলীক কল্পনার নদিতে স্নান করো,
ঘড়ার জলে প্রাণ জুড়াবে না।

সখি যত খুশি সাঁতার কাটো নিরতিশয় ক্লান্তি জুড়িয়ে যাবে ক্ষোভ-রোষাবেগ।

তোমার প্রজ্জ্বলিত পঙ্কজে ভ্রমর ঘুর ঘুর করছে,
সখি তুমি নেবে এসো আমার নদীতে,

তোমার ঘড়া ভরিয়ে দেব।
প্রতিরোধ হবে তোমার আকুল আঙ্ক্ষা,

সখি তুমি আমার নীরে থাকবে তো?
বুঝেছো সখি? যখন তোমার খুশি হবে,
তোমার ছোট্ট জিঙ্গা বেয়ে আসবে-যাবে ।

Back To Top