কবিতাঃ তুমি চলে এসো

তুমি চলে এসো
~রানু সরকার

তুমি চলে যাচ্ছো, নৌকা ছেড়ে দিল যত দূর দেখা যায় আমি তাকিয়ে আছি;
তোমার কষ্টের ক্লান্ত মুখশ্রী, সেই কবে থেকে চলে যাবার দিকে তাকিয়ে আছি।

নৌকা চলছে চলছে তোমার চলে যাওয়া শেষ হচ্ছে না,
আমার যে খুব কষ্ট হচ্ছে কাউকে বলে বোঝাতে পারব না।

আমি একা নদীর ঘাটে দাড়িয়ে, নদী-বাতাস-গাছপালার সাথে কথা বলে চলেছি, তোমার যাওয়া থামছে না, আমাকে অন্ধকারে ফেলে তুমি চলে গেলে।

চিন্তা হচ্ছে চশমা ছাড়া তুমি কি করে অফিসে কাজ করবে, চশমা নিতে ভুলে গেলে।

আমার ভেবে অবাক লাগে, ছিলাম মোরা অচেনা, এফবির মাধ্যমে আমাদের হলো চেনা জানা।

কোন এক শুভক্ষনে তোমার পেলাম ঠিকানা,
কিন্তু তুমি চলে গেলে তৈরী হলো না কোন আস্তানা ।

এরপর থেকে এসএমের মাধ্যমে বন্ধুত্বের শক্ত বাঁধনে হই বন্দী,
প্রতি দিন চলে আমার এস এম এস এর আপস সন্ধি।

Back To Top