কবিতাঃ খেলাঘর

199937191_b764eefc02_b.jpg

~গোলাম মহাম্মদ

ছন্দে বাজিল সুর
সুদূরে হৃদয় পুর
বাজিছে জল নূপুর
তোমার এ রাঙা পায় !

যা ছিল মননে মোর
খুলিয়া দিয়াছে দোর
আকাশে ঘিরেছে ঘোর
ডহর হয়েছে ছায় !

যা ছিল আমারই ভুল
ভাসিয়াছে দুই কুল
হলুদের কোলে ফুল
জীবন যন্ত্রনায় ৷

যা ছিলনা তাহা থাক
নিয়াছো নবীন বাঁক
মলিনতা ধুয়ে যাক
প্রণয়ের জোস্ৎনায় ৷

এভাবে কালের হাত
করে যখন উৎপাত
হানে আঘাত-অশ্রুপাত
খেলাঘর ভেঙেযায় !

Back To Top