কবিতাঃ এলে না

~সঞ্জিত মণ্ডল

ভালোবাসি না বলেওতো পার পাই না–
যখনই কোথাও দেখি অথবা কোথাও দেখিনা,
প্রতপ্ত হাহাকারে দীর্ঘশ্বাস বয়ে চলে কেন বুঝিনা
সে যদি মনের আশে আসে পাশে দিনশেষে,
ব্যথার মুকুল ভাসে কথা বলিনা–
ভালোবাসিনা;
মুখে যত বলি তত মনে ভাসিনা।

কেন যে এমন হয়, দীর্ঘশ্বাস বয়ে যায়–
দখিনা বাতাস মনে দোলা দেয়না।
যখন সমুখে আসো, মনের মেঘেতে ভাসো
শ্রাবণে অঝোর ধারা ঝরে পড়োনা।
শুধু বলি ওগো মেঘ কোথা যাও নিরুদ্বেগ,
আষাঢ়ে বাদল ধারা কেন দিলেনা!
তোমার পুরবী গান, সে যেন সুধা সমান,
মাটি ডাকে বুক ফাটে তবু কাছে এলেনা।

মুখে যত বলি ততো হাস্নুহেনার মতো
কদম কেশর বেশে ঝরে পড়োনা!
চামেলি লতারে বুকে জড়াবে মনের সুখে
সাধা গান তবু কেন সুরে ঝরো না!
আকুল হয়েছে মন, ব্যাকুলিত ত্রিভুবন
তবুও মিলন সুখে কাছে এলে না–,
ভালোবাসিনা বলেওতো মন মানে না।।

Back To Top