কবিতাঃ অকাল উপহার

~গোলাম মহাম্মদ

দেখো,
বয়সে কচি পাতা
দেহটা খুব সুক্ষ
রঙ চড়ানো বিছানা
সির সির অনুভুতি,
দেখতো দেখতে সিজারের রক্তিমতা,
নেই আর সে নেই,
শৈশবেই শৈশব কে আনতে গিয়ে
অকালে আহত
নিয়তির হাতে বন্দি
ক্ষুদ্র গৃহীনি সে!
কবরে !
এটাই তার গন্তব্য ৷

দেখো,
মরন নয় নতুনের ত্যাগে
নতুনের আগমন ,
ক্ষনিক প্রশান্তি,
ক্ষনিক অবহেলা !
অনিয়ম কিছু তো নয়__
অনল আনন্দের অকাল উপহার !

Back To Top