কত জন জঙ্গি মারা গিয়েছেন এ নিয়ে শুরু দুই দেশের মধ্যে বিতর্ক

দিনকাল ডেস্কঃ মঙ্গলবার ভোর রাতে ভারতীয় বায়ুসেনার হামলায় সঠিক কত জন জঙ্গি মারা গিয়েছেন এ নিয়ে শুরু বিভিন্ন সংবাদ মহলে বিভিন্ন রকম রিপোর্ট । তবে সঠিক ধারনা এখনও উদ্ধার করতে পারেনি। সর্বদল বৈঠকে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এ নিয়ে নির্দিষ্ট তথ্য দেননি বলে বিরোধী দলগুলির দাবি। বিদেশ সচিব বিজয় গোখলেও নিহতের সংখ্যা জানাননি। তবে সেনার কিছু সূত্রে, ৩০০ জঙ্গির মৃত্যুর কথা বলা হয়েছে।  ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বৈঠকের পর টুইটে জানান, সরকারের তরফে স্পষ্ট বলা হয়েছে, এখনই অনুমানের ভিত্তিতে তারা নিহতের সংখ্যা জানাতে চায় না। ওমর তাঁর টুইটে আরও জানিয়েছেন, সর্বদল বৈঠকে সরকার জানিয়েছে, জঙ্গি ঘাঁটিতে কত জন জঙ্গি ছিল তার একটা গোয়েন্দা রিপোর্ট ছিল। কিন্তু হামলায় কত জন নিহত হয়েছে এবং নিহতদের পরিচয় সম্পর্কে কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই। তাঁর কথায়, ‘‘যাঁরা নিহতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে বলছেন, তার কোনও ভিত্তি নেই। সরকারের কাছে সঠিক তথ্য থাকলে তা আমাদের জানানো হত।’’

Back To Top