এন আর সি নিয়ে এবার হামলা ও কিছু কথা

th-1

জয় শ্রী রামের নামে হামলা, গণপিটুনি, খুন, নৈরাজ্য আপাতভাবে বন্ধ হলেও এবার এন আর সি নিয়ে বিজেপি, আর এস এস সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলির হামলা শুরু হয়েছে। ভবিষ্যতে তা আরও বেপরোয়া হবে। উত্তর ২৪ পরগণার ঠাকুর নগরের ঠাকুরবাড়িতে প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর ও দলিত নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাস এর উপর যে হামলা হয়েছে তা আরও একটি অশনি সংকেত এক্ষেত্রে। এমনিতেই এরাজ্যে এন আর সি আতঙ্কে এক ডজনেরও বেশি মানুষ আত্মঘাতী হয়েছে। তার উপর এন আর সি-র বিরুদ্ধে যে বা সংগঠনগুলির হামলা বাড়বে। ঠাকুরনগরের অনেক মুসলিম সংগঠনের নেতাও হিন্দুত্ববাদীদের হামলার শিকার হন। ঠাকুরনগরের এই হামলা মুখ বুজে সহ্য করেছেন। কিন্তু সর্বত্র তো এরকম হবে না। কোথাও না কোথাও প্রতিবাদ হবে। তখন তো সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে। রাজ্যবাসী এথেকে বাঁচতে চান। কিন্তু বিজেপি ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ফায়দা লুটতে এই সাম্প্রদায়িক কার্ড খেলবে। তাই আরও আমাদের সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

Back To Top