উত্তরপ্রদেশে একলাই লড়াই করতে চলেছে কংগ্রেসঃ গুলাম নবি আজাদ

আর মাস কয়েক পরেই সাধারণ নির্বাচন। নির্বাচনের আগেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে সাথে জাতীয় দলগুলিও। এবার উত্তরপ্রদেশ নিয়ে তাদের পরিকল্পনা ব্যক্ত করল কংগ্রেস।

একদিন আগেই উত্তরপ্রদেশের দুই আঞ্চলিক দল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি জোট করার ঘোষণা দিয়েছে। এবং ইতিমধ্যেই তারা তাদের মধ্যে আসন বাটোয়ারাও করে নিয়েছে।

এরপরেই ঘোষণা আসল কংগ্রেসের পক্ষ থেকেও। কংগ্রেস এর মুখপত্র গুলাম নবি আজাদ জানিয়েছেন কংগ্রেস উত্তরপ্রদেশে সবগুলো আসনে একলাই লড়াই করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মত বিজেপি সরাতে গেলে উত্তরপ্রদেশ ভালো ফল করা অত্যান্ত জরুরি। উত্তরপ্রদেশে যদি সপা, বসপা এবং কংগ্রেস জোট করে তাহলে বিজেপি ধরাশয়ী হতে বাধ্য। কিন্তু সপা ও বসপা কংগ্রেস ছাড়াই জোট করায় কংগ্রেসও সমস্ত আসনে লড়াই করার ঘোষণা দিয়ে সপা বসপাকে চাপে রাখল। অদূর ভবিষ্যতে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টির যে জোট হবে না সে কথা বলা যায়না। তবে বিজেপি হারাতে গেলে এটা হওয়া অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক গবেষকরা।

Back To Top