আমার দেশের মাটি

ও আমার দেশের মাটি

তোরে কেমনে বলিব খাটি

তোর বুকে যারা বাধিল ঝঞ্ঝা

মানুষে মানুষে মারিল খন্তা

করে নাকো কোন দ্বিধা

কাটিয়ে করে কুটি কুটি

ও আমার দেশের মাটি

তোরে কেমনে বলিব খাটি।

যে মানুষ মানুষেরি লাগি

খেয়ে গেল শত শত লাথি

রক্ত নালির তাজা রক্তে

ঝরিয়েছে তারা হৃদ মুক্তে

সকলের সেবায় যার পদতলে

তবুও তাদের রাখেনিকো মনে

জেনে ও ভুলি ক্ষনে ক্ষনে

তাদের শক্তি সাহস ঝুটি।

ও আমার দেশের মাটি

তোরে কেমনে বলিব খাটি।

যারা বলিয়াছে

হে দুর্জয় জাতি

এসো আমার সঙ্গের সাথি।

যার হাতে আছে ত্রান বাধা

পুড়িয়া মারিব সবে জ্বলিবে ধাধা

রাখো এ হাতে হাত

ফিরিয়া পাবে সে সত্যের পথ।

যার তরে আছে মর্তের ঝুলি

ফুটিবে তাদের সত্যের বুলি।

চিনিবে সে জাতী জনে জন

খুলিবে তাদের দেবতার জ্ঞ্যান

লইব সকলে লুটি

ও আমার দেশের মাটি

তোরে কেমনে বলিব খাটি।

যে মানুষ মানুষেরে মারে

সে কি আর মানুষের তরে

সেতো নরকের যাত্রী ভুবণ ধ্বংস লীলা।

যুগে যুগে  তারে দিব অভিশাপ

মারিব তারে অগ্নি ঢিলা।

যে জন সত্যের অনুরাগী

ঈশ্বর ও তার বাগে বাগি

সত্যের বিজয় করে যে জীবন

মৃত্যুর পরেও তাকে ছাড়ে না ভুবন

জাতীর মনে জাগে সংশয়

করিল কে ভুবন দিপ্তীময়

এ জীবন তব  খাটি

হে আমার দেশের মাটি।

এসো এসো আমার চির নিপীড়ত ভাই

যারা এ পৃথিবীতে ধ্বংসের বাশি বাজে

তাদের এ পৃথিবীতে থুবোনাকো ঠাই।

খুনের যে খুনি তাকে আমি করিব  খুন

যে জন সত্যের মুখে লেগে দেয় কালিচুন

তাদের আমি ফেলিব মারিয়া

যদিও পড়ি অতল দরিয়া

পিছু থেকো ভাই  , করিব যে জয়

আজ ভয় নেই আর মনে

বিজয় আমাকে ডাকিছে শুধু

বিজয়ের সন্ধানে।

যার বুকে আমি নিপিড়িত আছি

বছর শতকোটি

ও আমার দেশের মাটি

তোরে কেমনে বলিব খাটি।

যাকে আমি করিব খুন

এ অস্ত্র নিয়ে হাতে

সে আছে অসহ্য আমার অপেক্ষার

নরকের ওত পেতে

তারে আমি করিয়া খুন

উঠিব যে হাইকোর্টে

আমার সঙ্গে সাক্ষ্য তুমি রাজি

বলিতে পারিবেকি অকপটে।

সত্যের হাইকোর্টে হইয়া বিজয়

করিব বিশ্ব পূর্ণিমার আলোকে উজ্জ্বল দীপ্তিময়।

এ আমার পৃথিবীর কাছে সব থেকে বড় জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top