আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমাবেশ ন্যাশনাল ওমেন্স ফ্রন্ট এর

শরীয়তুল্লাহ সোহন: ৮ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস। এই নারী দিবসকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবছরও ন্যাশনাল ওমেনস ফ্রন্টের(NWF) লালগোলা এরিয়ার পক্ষ থেকে লালগোলা এম.এন.একাডেমী বিদ্যালয়ে মহাসাড়ম্বরে প্রায় তিনশ জন নারীর উপস্থিতিতে দুপুর 2-ঘটিকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালগোলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দীপাশিখা হালদার মহাশয়া। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঙধনু পত্রিকার সম্পাদক জয়নল আবেদীন, সামাজিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রাক্তন রাজ্য সভাপতি মহঃ সাহাবুদ্দিন। পুরো আলোচনাসভাটি পরিচালনা করেন NWF এর রাজ্য সভাপতি আলেয়া পারভীন মহাশয়া। সহযোগিতায় ছিলেন লালগোলা এরিয়ার নেতৃত্ববৃন্দ মুহিনা খাতুন , সাহিদা খাতুন প্রমুখরা ।

পুরো আলোচনা সভাটি জুড়ে বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আলোচনা হয়। বিশেষ করে আর্দশ দেশ ও জাতি গঠনে নারী সমাজের ভুমিকা নিয়ে বিস্তর আলোচনা হয়। পাশাপাশি দেশজুড়ে যে ভয়াবহ সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়েছে তা প্রতিরোধে নারী সমাজকে এগিয়ে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। তার পাশাপাশি সংবিধান বিরোধী আইন ও বিল NRC, CAA, NPR বাতিলের জন্য তীব্র দাবী জানানো হয়। তাছাড়াও দেশজুড়ে যে নারী নিরাপত্তাহীনতা এবং নির্ভয়া কান্ডের মত শত ঘটনা ঘটে চলেছে সারা দেশজুড়ে তবুও প্রশাসন ও বিচার ব্যবস্থা যেভাবে ধর্ষকদের বিচার প্রক্রিয়া নিয়ে টালবাহনা শুরু করছে তার বিরুদ্ধেও কথা বলেন আলোচকরা। এছাড়াও মহঃ সাহাবুদ্দিন ‘নারী দিবস কি এবং কেন’ এই বিষয়ে আলোকপাত করেন। দীপশিখা মহাশয়া আলোচনা করেন সমাজে নারীশিক্ষা বিস্তারের ব্যাপারে, রঙধনু পত্রিকার সম্পাদক জয়নল আবেদীন মহাশয় আলোচনা করেন ইতিহাসে নারীদের উজ্বল অবস্থানের ইতিহাস নিয়ে। তাছাড়াও আলোচনার সভার মাঝে মাঝে কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন নারীকেন্দ্রিক কবিতা ও বিভিন্ন নারী বিষয়ক গানে পুরো আলোচনা সভাটি মুখরিত হয়ে উঠে।

Back To Top