আইপিএস সঞ্জীব ভাটকে ৩০ বছরের একটি পুরোনো মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

আইপিএস সঞ্জীব ভাট। ২০০২ সালের গুজরাট দাঙ্গায় মোদিকে অভিযুক্ত করেছিলেন তিনি। তারই ফলস্বরুপ ৩০ বছরের একটি পুরোনো কেস যেখানে ১৯৮৯ সালে একজন আসামী জেলে মারা গিয়েছিল, সেই আসামীর মৃত্যুর জন্য এই সাহসী আইপিএস অফিসারকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল জামনগর আদালত।

উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় থেকেই বিজেপির সাথে এই সাহসী আইপিএস অফিসারের সম্পর্ক আদায় কাঁচকলায়। তিনি দাবী করেছিলেন ২০০২ সালের দাঙ্গা যাতে ৩০০০ মুসলিমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার মাস্টার মাইন্ড ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, ১৯৮৯ সালের এই কেস ছাড়াও সঞ্জীব ভাটকে ১৯৯৬ সালের একটি ড্রাগ মামলায় গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। তারপর থেকে তিনি জেলেই আছেন।

বিভিন্ন সমাজকর্মীরা দাবী করেছেন এই রায় উদ্দেশ্য প্রণোদিত এবং একজন সৎ আদর্শবান পুলিশ অফিসারকে তাঁর কাজের মূল্য চোকাতে হচ্ছে।

Back To Top