২০২৫ সালের পরে পাকিস্তান ভারতের অঙ্গ হবেঃ আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার

 

india-is-morally-right-to-rake-up-balochistan-issue-indresh-kumar-rss

বর্ষীয়ান আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার শনিবার এক সভায় বলেন,

“ ৫-৭ বছরের মধ্যেই আপনারা করাচি, লাহোর, রাওয়ালাপিণ্ডি, সিয়ালকোটে বাড়ি কিনতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন”।

তিনি আরও বলেন, ১৯৪৭ সালের আগে পাকিস্তান ছিল না, তার আগে পুরোই ভারত ছিল। ২০২৫ সালের পরে আবার সেই ভারতে পরিণত হবে।

‘অখন্ড ভারত’ এর আশা করে তিনি মন্তব্য করেন ভারত ইউরোপিয় ইউনিয়নের মত হবে, এবং দিল্লী সরকার ইতিমধ্যেই বাংলাদেশে নিজেদের পছন্দের সরকার  বসিয়েছে।

যারা সেনার কাজের প্রশ্ন তোলে, মোদির বিরোধীতা করে এবং পাকিস্তানের গুণ গায় তাদের জন্য নতুন আইন নিয়ে আসতে হবে। তার পরে আর নাসিরুদ্দিন শাহ বা হামিদ আনসারী বা সিধুর মত কেউ মুখ খোলার সাহস পাবেনা।

আরএসএস এর শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের চিফ প্যাট্রন হচ্ছে ইন্দ্রেশ কুমার। এই সভা থেকে সে কাশ্মীরের বিশেষ সুবিধা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমাদের সংবিধান একটা দেশের কথা বলে সেখানে কেন একটা রাজ্যের জন্য আলাদা সংবিধান থাকবে? পুরো ভারত কাশ্মিরিদের জন্য খোলা থাকলেও কাশ্মীর কেন পুরো ভারতবাসীর জন্য খোলা নয়?

মুম্বাইয়ের একটি ইভেন্টে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। এই ইভেন্টে আরও ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন ডিজিপি প্রবীন দীক্ষিত ও সাভারকর স্ট্রাটেজিক সেন্টার এর প্রধান।

Back To Top