ভোট প্রচারে

~উমর ফারুক

আজি এই প্রভাতে উল্লাসে দেখ হাসিছে নদিদ্বয়
ভোট প্রচারের লাগি নেতারা সব ছুটিছে নির্ভয়।
হাজারো পুস্পের মেলা হতে শনাক্ত করিছে কাঞ্চন
কাকে কে দেবে ভোট এমনই নিতিতে করে ভন ভন
বাজারের বাজারে পাটির নেতা ঘুরিছে লোকের সাথে
আজীবন পাশে থাকিব বলিয়া কাড়িল মন আশ্বাসে

ভোট প্রচারে কোন বিহনে ঘুরিতেছে পাড়া পাড়া
মানুষের মাঝে “উন্নয়নের চাবী” বিতরণ করে ওরা।
এমন মানুষ কত যে আছে নেতার পড়ে না চোখে
মানুষের বুকে তীব্র গতিতে বেকার জমাট বিঁধিছে
ভোট প্রচারের মানুষ দেখে জলন্ত বাতির আলো
ভোটের পরে হবে মোদের কু-জোটের অাঁধার কালো।

বাংলার মানুষ বাংলাকে দেখে কেঁদে মরে অনায়াসে
বাংলার বুকে বাংলার দুখে কে আজ ভাগ বসাবে?
এদিক ভোটের গুঞ্জনাতে কান হল মোর কালা
কোলকাতাতে বেকার যুবক ধরিছে শিক্ষার মালা।
চাকরি নাই আজ ভোট টি দিয়ো আমায় তুমি ভাই
বিজয়ীর বাঁশি বাজলে পড়েই চাকরি দিতে চাই।

এমন প্রচার কান পঁচে মোর পঁচে আমার মান
লাজে মুখ চাপি দিবানিশি মোরা হয়ে যাচ্ছি খান খান।
ভুয়া নেতার মুখের ভুয়া বানী শুনিবো কত শত
প্রতিশ্রুতি দিয়ে বাঁধানো রয়েছে ঢের অপবাদ জট।
ভোট প্রচারের শতাধিক মানুষ দেখে জিবন্ত লাস
মরেই তারা না মরার মত করিছে বেকারত্বে গ্রাস।

Back To Top