ধর্ম আজি লজ্জিত

[button-red url=”https://www.dinkal.in/category/poem/” target=”_self” position=”top”]#কবিতা[/button-red]

 

ধর্ম আজি লজ্জিত

মুদাসসের সেখ

 

সন্ধ্যা নেমে এসেছিল, ঝি ঝি পোকার ডাক শুনতে শুনতে যখন বাড়ি পৌঁছলাম,
বাবা চিৎকার করে উঠল, এতক্ষন কোথায় ছিলি?
আরবি পড়ছিলাম বড়মা’র কাছে।
কথাটা বাবার গরম মুখে প্রভাতের স্নিগ্ধ বাতাসের ছোঁয়া লাগিয়েছিল।
মিথ্যা বলেছিলাম,
সেদিন বুঝিনি আমি ধর্মকে ব্যবহার করেছিলাম।

একবার পরীক্ষা চলছিল, হলে পৌছাতে অনেক দেরি করে ফেলেছিলাম।
আর পরীক্ষায় বসা যাবে না, এমনটি বললেন প্রধান শিক্ষক।
আমি এক অস্ত্র ব্যবহার করলাম, বললাম “নামায পড়তে গিয়েছিলাম”,
সেদিন বুঝিনি আমি ধর্মকে ব্যবহার করেছিলাম।

কতকবার এমন হয়েছে, টিফিনের পর তিরিশ মিনিটের পঞ্চম ক্লাসটা দশ মিনিট দেরিতে পৌঁছেছি।
কৈফিয়ৎ দিয়েছি “নামায পড়ছিলাম”।
তখন বুঝিনি আমি ধর্মকে ব্যবহার করেছিলাম।

মক্তবে পড়ার নাম করে আড়াবাড়ির পিয়ারা চুরি করেছি, টিপ্পি খেলেছি,
টায়ার চালিয়েছি, ক্রিকেট খেলেছি বাগানে বাগানে।
কিন্তু সেদিন বুঝিনি ধর্মকে ব্যবহার করেছিলাম।

আমাদের ধর্মটা খুবই নিরীহ, ঊনবিংশ শতকের স্বামীপ্রাণ অবলা নারীর মত।
আমাদের ধর্ম বেশ্যাবাড়ির চন্দ্রমুখীর মত,
প্রয়োজনে ব্যবহার কর, প্রয়োজন ফুরোলে ছেড়ে দাও,
ধর্মটা যেন একটি ফাকা কার্টোন, উলঙ্গ মেয়ের দেহটি বহন করা যায় নির্ভয়ে। কেউ সন্দেহ করেনা।
ধর্ম যেন বড়শীর টোপ, ধর্ম পুঁজিবাদীর অন্যতম অস্ত্র।

কোটি টাকা চাঁদা হয় ধর্মের নামে, খরচও হয় বিনা হিসাবে,
কেউ বলে ধর্ম বাঁচাও, কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার।
কেউ বলে ধর্মের পথে লড়াই কর
কারও ঘর মার্বেল হয়, কেউ মোড়ল হয়, কেউ সর্দার। রক্ত চোষক।

কেউ হয় মুখ্যমন্ত্রী, কেউ বা হয় প্রধানমন্ত্রী।
গরীবরা তাকিয়ে থাকে ধর্মের দিকে নিজের সর্বস্ব দান করে।
যুগ চলে যায়, ধর্মের রঙ পাল্টায়।
আসল ধর্মটা বইয়ের পাতায় মুখ লুকোয়।।

Back To Top