কবিতাঃ নারী

~গোলাম মহাম্মদ

bing.com

ওহে বঙ্গের নারী ,
তোমা ছাড়া চড়েনা তো কোন
উনুনে অন্ন হাঁড়ি ৷
বিশ্বসমাজ একহয়ে তব
গাইব নারীর গাথা,
নারী হল মোর মাতার স্বরুপ
নারী প্রকৃতির ছাতা ৷
সৃষ্টিতে যত আছে জীবকূল
নারী হল তার মূলে,
নারীর উদরে জন্ম মোদের
নাহি যাব কভু ভুলে ৷
নারী হল তব বিশ্ব ঐক্য,
নারী হল সাংসার,
নারী অপমাণ করিযদি তব
হব মোরা ছারখার !
নারী হল মোর মা ও মাসি,
নারী হল মোর বোন,
নারী সন্তান চাহিনাকো আমি
বলে ঐ কোনজন ?
আগোছালো এক পুরুষেরে নারী
করেতোলে অপরুপ,
যাহার জন্য দাঁড়ায়ে দুপায়ে ,
কর তারে বিদ্রুপ ?
নারি সন্তান না চাও বলিয়া
করিছ গর্ভপাত !
কেমনে ভুলিছ এই সেই নারী
তোমারই মায়ের জাত ?
বিবাহের কালে খোঁজ কেন তব
অপরুপা সঙ্গীনি ?
নাহি লাগে লাজ করিতে একাজ
কহ যুব তব শুনি ?
নারী বাঁচে পিতামাতার লাগি
কন্যা যখন ছিল !
বাঁচিল সে নারী পতির কারনে
যখন বিদায় নিল !
তারপরে তব সন্তানে তার
বাঁধিল থাকার খাঁচা !
ধন্য হে তুমি যাহার জীবন
অন্যের লাগি বাঁচা ৷
যে নারী ফেলিল শত্রুর মুখে
চুন,কালি আর ছাই ,
বেগম রোকেয়া ,প্রিতীলতা আর
ঝাঁসির লক্ষীবাঈ !!
মাদার টেরেজা মহিয়সী তব
আছে তার মত কেবা ?
ভালবাসিতে কহিল সকলে
করিয়া জীবের সেবা ৷
নারী হল সতী বেহুলা ,আবার
নারী হল মাতা সীতা !
নারী হল তব বঙ্গলক্ষী ,
নারী ভগবত গীতা ৷
সংসার সুখি বিশ্বমুখি
হয় রমনীর গুণে !
সেই নারীকেই কর লাঞ্ছিত
লেলিহাণ কর খুনে ?
ত্রি-ভুবনের এই অণুতে অণুতে
আছে নারী অবদান !!
নারীতরে যদি নাহিপার কিছু,
কর নারী সম্মান ৷৷

Back To Top