ফিলিস্তিনের সাহসী নারী আহেদ তামিমি কে সম্মান জানালো রিয়াল মাদ্রিদ

দিনকাল ডেস্কঃ ফিলিস্তিনের আহেদ তামিমি, যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তোলায় জেলে বন্দি করে রেখেছিল ফ্যাসিবাদী ইজরায়েল। সেই আহেদ তামিমি কে স্পেনের লা লিগার অন্যতম বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদ সংবর্ধনা দিল। ক্লাবের পক্ষ থেকে তার নামাঙ্কিত একটি জার্সি দেওয়া হয়।

এই ক্লাবের সাবেক খেলোয়াড় এমিলিও তামিমির সাথে ছবি তুলেছেন। এমিনি বর্তমানে এই ক্লাবের একটি বিভাগের পরিচালক।

এই সপ্তাহেই আহেদ তামিমি তার পরিবারের সাথে স্পেন সফরে যান, সেই সফরকালেই তাকে সংবর্ধনা দেওয়া হয়।

ইসরায়েল এই ঘটনার নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৪৭ সালের আগে ইজরায়েল নামে কোন দেশের অস্তিত্ব ছিল না। ১৯৪৭ সালে ব্রিটেনের সহ পশ্চিমাবিশ্বের সহায়তায় ইসরায়েল নামক দেশটির জন্ম হয়। ফিলিস্তিনের আদি অধিবাসীদের বিতাড়ন করে সেখানে অবৈধ সেটলমেন্ট করে চলেছে ইজরায়েল।

সেই আগ্রাসনের বিরুদ্ধে আজ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের জনগণ।

Back To Top