ভারতে একবছরে এইডস রোগে মারা গেছে ৬৯০০০ হাজার লোক

বর্তমানে ভারতে AIDS রোগীর সংখ্যা ২১ লাখঃ রিপোর্ট

AIDS রোগের কথা তো আমরা সবাই জানি কিন্তু জানি কি যে আমাদের এই ভারতবর্ষেই কত এই রোগী আছে?

গত শুক্রবারে প্রকাশ হয়েছে ২০১৭ সালের AIDS রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ভারতে বর্তমানে ২১ লাখ এইডস রোগী রয়েছে।

সব থেকে বেশী এইডস রোগী আছে মহারাষ্ট্রে, প্রায় ৩ লাখ ৩০ হাজার। অন্ধ্রপ্রদেশে ২ লাখ ৭০ হাজার, তেলেঙ্গানাতে ২ লাখ ৪ হাজার রোগী রয়েছে।

বিহার এবং পশ্চিমবঙ্গের অবস্থান এদের পরেই, এই দুই রাজ্যের অবদান ১০ শতাংশ করে। উত্তরপ্রদেশের অবদান ৮ শতাংশ।

২০০৫ সাল পর্যন্ত এইডস রোগীর সংখ্যা লাগাতার বাড়ছিল, তারপর থেকে কমতে শুরু করে। আগের থেকে প্রায় ৭১ শতাংশ এই নতুন রোগীর সংখ্যা কমে গেছে।

উল্লেখ্য, ভারতে গতবছর ৬৯০০০ এইডস রোগী মারা গেছে।  

Back To Top