হাসিমপুরায় ৪২ জন মুসলিম খুনের দায়ে ১৬ জন পুলিশের যাবজ্জীবন

দিনকাল ডেস্কঃ ন্যায়বিচার দেরীতে আসা মানে ন্যায়বিচার কে অস্বীকার করা। কিন্তু তবুও যে মানসিক শান্তি একটা থাকে সেটা পেল উত্তরপ্রদেশের মীরাটের হাসিমপুরাতে দাঙ্গার সময়ে শহীদ হওয়া ৪২ জন নিরীহ মুসলমানের পরিবার।

কাল দিল্লীর একটি আদালত সেই ঘটনায় জড়িত ১৬ জন পুলিশকর্মীকে যাবজ্জীবন জেলের রায় শুনিয়েছে।

এই ১৬ জন সেই পুলিশ যাদের হাতে দায়ীত্ব ছিল মানুষকে বাচানোর কিন্তু তাঁরা সাম্প্রদায়ীকতার স্বীকার হয়ে ৪২ জন মুসলমান কে ঠান্ডা মাথায় হত্যা করে। তাদের অপরাধ ছিল যে তাঁরা মুসলমান ছিল। এবং সেই কারণেই তাদের কে আইনের রক্ষকরাই ভক্ষণ করে।

এই রায় নিঃসন্দেহে নির্যাতিত পরিবারের মুখে হাসি পাঠাবে সেই সাথে আরও যেসব হত্যা কান্ড রয়েছে ইশরাত জাহান থেকে শুরু করে বাটলা হাউসের ফেক এনকাউন্টার, কিছুদিন আগে ভোপালের সিমির সদস্যদের কে ঠান্ডা মাথাই এনকাউন্টার করা!

তবে ন্যায়বিচার এত দেরীতে আসলে কি সেটা ন্যায়বিচার! প্রশ্নটা থাকলেও আইনের উপর যে মানুষের ভরসা উঠতে চলেছে সেটা থেকে হয়তো আরও কিছু দিন থাকবে।

 

 

Back To Top