মোমো গেম কি? কিভাবে এর থেকে মুক্ত থাকবেন? জানুন

দিনকাল টেক ডেস্কঃ  কিছুদিন থেকেই পশ্চিমবঙ্গে মোমোর মেসেজ নিয়ে হইচই চলছে। এর স্বীকার বেশিরভাগই টিনএজ ও কলেজ পড়ুয়া। কোথায় থেকে কিভাবেই বা রা উৎপত্তি, চলুন দেখে নেওয়া যাক,

কি এই মোমো চ্যালেঞ্জ?

  • মোমো চ্যালেঞ্জ এক ধরনের সাইবার বুলিং বা হেনস্থার রুপ
  • এটা মূলত বাচ্চা ও টিনএজদেরই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে টার্গেট বানিয়ে থাকে।
  • এর পর এতে কেউ সাড়া দিলে একটা নির্দিষ্ট মোমো হোয়াটসঅ্যাপের সাথে তাকে জুড়ে দেওয়া হয়।
  • এরপর সেখান থেকে তাকে কিছু ভয়ঙ্কর টাস্ক (কাজ) শেষ করতে বলা হয়।
  • কাজ করতে অস্বীকার করলে ভয় দেখানো হয়, পরিবারের ক্ষতি, সেইসাথে ব্যক্তিগত তথ্য প্রকাশের ভয় দেখানো হয়।
  • যোগাযোগ এর জন্য ব্যবহার করা হয় কিছু ভয়ঙ্কর ছবি ও শব্দ।

তথ্য, যা আপনাদের জেনে রাখা দরকার!

  • সারা বিশ্ব থেকেই এই ‘মোমো’ গেমের খবর পাওয়া গেছে।
  • ইন্টারনেট বিশারদদের মতে, এটা একটা ধাপ্পাবাজি ছাড়া কিছুই না, এদের লক্ষ্য ব্যক্তিগত তথ্য চুরি করা।
  • ইন্টারনেট জালিয়াতরা এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হয়।
  • ছবি, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা
  • বাচ্চাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করার চেষ্টা
  • কিছু সূত্র থেকে জানা গেছে যে কিছু মোমো মেসেজ মোমোর কাছ থেকে নয়, লোকাল লোকের কাছে পাওয়া গেছে।

কিভাবে মোমো গেম থেকে নিরাপদে থাকবেন?

  • সামাজিক মাধ্যমে অপরিচিত লোককে কখনো সাড়া দেবেন না।
  • বাচ্চাদের কে ইন্টারনেটে ছবি ও নাম্বার শেয়ার থেকে বিরত রাখা।
  • বাচ্চাদের সাথে কথা বলুন, যদি কোনরকম মানসিক অবসাদ বাঁ অনিদ্রাজনিত কিছু দেখেন তাহলে সাথে সাথেই ব্যবস্থা নিন।
  • মোমো নামে কোন গেম কোন জায়গা থেকেই ডাউনলোড করবেন না, এমনকি প্লেস্টোর বা অ্যাপস্টোর থেকেও নয়।
  • বাচ্চাদের একলা রাখা থেকে বিরত থাকুন।
  • পর্ণসাইট ভিজিট থেকে বিরত থাকুন, অচেনা কেউ রিকুয়েস্ট পাঠালে গ্রহন করবেন না।
  • হোয়াটসঅ্যাপ এর প্রোফাইল ছবির গোপনীয়তা শুধু মাত্র my Contacts করে রাখুন।
  • যদি মোমো গেম সম্বন্ধে কোন তথ্য পান অবিলম্বে সাইবার থানায় যোগাযোগ করুন। ১০০ বা ০৩৩ ২২৫০ ৫১২০।

শেয়ার করে আপনার আপনজনদের কেও সতর্ক করুন এই মোমো গেম থেকে।

Back To Top