বহরমপুরে হতে চলেছে সরকারী চাকরি পরীক্ষার জন্য মোটিভেশন সেমিনার

শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া সামনের দিকে শুধু অসম্ভব। তাই শিক্ষার আলো পৌঁছে দেওয়া সবা দায়িত্ব।

আগামী ৩০ সেপ্টেম্বর বহরমপুরের গ্রান্ট হলে হতে চলেছে এমনই একটি শিক্ষামূলক সেমিনার। যেখানে সরকারী চাকরি পরীক্ষায় কিভাবে সাফল্য লাভ করতে হবে সেটা নিয়ে পরামর্শ দেবেন সরকারী চাকরি পরীক্ষায় সফল ব্যক্তিগণ।

ভারত যার উপর দাঁড়িয়ে তা আমলা। ভারতের সবথেকে বড় এবং কঠিন পরীক্ষা হল ইউপিএসসি। এই পরীক্ষায় সফল ব্যক্তিগণ ভারতের সব থেকে দায়িত্বশীল পদ্গুলো পান এবং ভারত তৈরির রুপকার এরাই।

IAS, IPS, IRS, IFS, DM, SDO, BDO  সহ আরো অন্যান্য পরীক্ষায় সফল হওয়ার মূলমন্ত্র কি, কিভাবে এইসব লিখিত পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউয়ে সফল কিভাবে হতে হবে! এসব নিয়েই ‘চাতক ফাউন্ডেশন’ আয়োজন করতে চলেছে মোটিভেশন সেমিনার। এই সেমিনারে সমস্ত স্তরের সফল ব্যক্তিরা ভাগ করবেন তাদের অভিজ্ঞতা। তাদের যাত্রা। তাই যারা সরকারী পরীক্ষায় অংশগ্রহন করছেন বা করবেন তাদের জন্য একটি বড় সুযোগ এখানে গিয়ে নিজেদের কে উৎসাহিত করার।

কিভাবে অংশগ্রহণ করবেনঃ

তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০১৮

সময়ঃ ১১ টা থেকে ২ টা

স্থানঃ গ্রান্ট হল, বহরমপুর

যোগাযোগ করতে পারেনঃ ৯৭৩৪৪৪৫১৪৬/৯৩৩৩৮৪১৩৭০/৮৪৭৮০৭০৫৮১

বিজ্ঞাপন

 

Back To Top