বিশ্বকাপে আবারো ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বজয়ের স্বপ্ন অধরাই রয়েগেল ভারতীয় মহিলাদের

বিরোধী সেই আবারও ইংল্যান্ড। লক্ষ্য ছিল বদলার। কিন্তু শেষ রক্ষা হলনা। একেবারেই মুখ থুবড়ে পড়ল ভারতীয় মহিলা দল। বুকভরা আশা নিয়ে সেই ইংল্যান্ডের কাছে এইভাবে ভারতের ব্যাটিং আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বকাপ থেকে হাত ধুতে হল ভারতের মেয়েদের। অনেক আশা জাগিয়ে শুরু করলেও হরমনপ্রীতের দল যে এই ভাবে আত্মসমর্পণ করবে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। ২০১৫-এর ভারতীয় দলের মত ‘অল-উইন’ রেকর্ড নিয়ে সেমিফাইনাল পর্যন্ত সফর করেছিল ভারত। কিন্তু আশার আলোতে জল ঢেলে ১৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে সেমিফাইনাল জিতে নিল ইংল্যান্ড। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ১৯.৩ ওভারেই ১১২ রান করে ভারতীয় দলের সফর এবারের মত থেমে যায় ব্যাটিং।

ওপেনিং জুটি তানিয়া ভাটিয়া ও স্মৃতি মন্ধনা ১১ ও ৩৪ রান করে ফিৱে যান। তারা ফিরে যাওয়ার পর আর কেউ সেইরকম ভাবে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরতে পারেননি। স্মৃতির ৩৪ রানই ভারতের ব্যাক্তিগত সর্বোচ্চ রানের শিরোপা পান। এর পর জেমিমা রডরিগেজ ২৬, হরমনপ্রীত কাউর ১৬ রান করেন।

এর পর আর আনা যানা বন্ধ করা গেলনা। কৃষ্ণমূর্তি ২ রান, দীপ্তি শর্মা ৭ রান, পাটিল ০ রান, রাধা যাদব ৪ রান, রেড্ডি ৬ রান করে মাঠকে বিদায় জানায়। এই ১১২ রানের লক্ষ্যে পৌছনো কোন কঠিন কাজ ছিল না ইংল্যান্ডের জন্য। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো দলকে হারানোর পর এই হার মানা সত্যিই বেদনাদায়ক।

ইংল্যান্ডের মেয়েরা ১৭.১ ওভারেই মাত্র দুই উইকেট হারিয়েই তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। দুই ওপেনিং জুটি শুরুটা ভাল করতে না পারায় ভারতীয় শিবিরে একটু আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু সেই আলোর দীর্ঘতা বেশী হয়নি। ওয়াট ৮ রান ও বেনমাউন্ট ১ রান করেই আউট হয়ে যান। প্রথমে দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়ার সুযোগও নিতে পারেনি ভারতের বোলাররা। তিন এবং চার নম্বরে ব্যাট করতে আসা নামা জোনস ও শিভার শেষ কাজটি করে দেন। তারা দু’জনেই হাফ সেঞ্চুরি করেন। জোনসের ৪৭ বলে ৫৩ ও শিভারের ৩৮ বলে ৫২ রানের দৌলতে ১১৬ রান করে ইংল্যান্ড।

ভারতের হয়ে দুটো উইকেট নেন দীপ্তি শর্মা ও রাধা যাদব। ইংল্যান্ডের হয়ে বল হাতে সফল নাইট নেন তিনটি উইকেট গ্রহণ করেন। দুটো করে উইকেট এসেলস্টোন ও গর্ডনের। ম্যান অফ দি ম্যাচ হয়েছেন অ্যামি জোনস।

প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ৭১ রানে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ২০১৭-র ৫০ ওভারের বিশ্বকাপের পর আবার টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। সে বার তাও ফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছিল ভারতের মেয়েরা। কিন্তু এ বার দারুণ শুরু হলেও এবারে শেষপর্যন্ত ঘরে ফেরার পালা।

Back To Top