২২ লাখ চাকরী, বছরে ৭২ হাজার টাকা গরিবদের জন্য নিশ্চিত আয় সহ একগুচ্ছ প্রতিজ্ঞা কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে

২০১৯ নির্বাচনের জন্য কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল। ‘হাম নিভায়েঙ্গে’ বা ‘আমরা পূরণ করব’ শিরোনামে এই ইস্তাহার প্রকাশ করল কংগ্রস।

নির্বাচনী ইস্তাহার হিসেবে আগামী মার্চ ২০২০ এর মধ্যে ২২ লাখ সরকারী চাকরির প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

সেইসাথে মিনিমাম আয় হিসেবে প্রায় ২৫ কোটি গরীব মানুষের জন্য বছরে ৭২০০০ টাকা আয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই ইস্তাহারে।

সেই সাথে কৃষকদের জন্য আলাদাভাবে ‘কিসান বাজেট’ করার প্রস্তাব দিয়েছে তারা। যেসব কৃষি ঋণ এখন পর্যন্ত শোধ দিতে পারেনি সেগুলো নিয়ে আলাদাভাবে বাজেট করে সেগুলোর বিকল্প ব্যবস্থার প্রস্তাব এই ইস্তাহারে রয়েছে।

 রাহুল গান্ধী এই ইস্তাহার প্রকাশকালে বলেন ‘এই ইস্তাহারে কোন মিথ্যে প্রতিশ্রুতি নেই।’ 

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি. চিদম্বরম বলেন, এই ইস্তাহার মহিলাদের নিরাপত্তা, বেকারত্ব এবং কৃষকদের জন্য তৈরি।

Back To Top