বাবরি ধবংসঃ প্রতিবাদের ঝড়ে বিজেপির-র ‘বীরত্ব দিবস’ মুখ থুবড়ে পড়ল।

দিনকাল ডেস্কঃ বাবরি মসজিদ ধবংস ও তার পুণনির্মাণের দাবিতে বৃহস্পতিবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের রাস্তা যেভাবে প্রতিবাদে মুখরিত হল তাতে বিজেপির ‘বীরত্ব দিবস’ কার্যত মুখ থুবড়ে পড়ল বলে ওয়াকিবহাল মহল মনে করছে। এদিনের বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, মুসলিম দলিত সংগঠন এপিডিআর সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন সেমিনার করার পাশাপাশি রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। এই ঘটনা প্রমাণ করে, ইতিহাস অমর্যাদাকে মানুষ কখনোই বরদাস্ত করেনা। এদিন পপুলার ফ্রন্ট, SDPI, তৃনমূল, কংগ্রেস, সিপিআইএম, সিপিআই সহ সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি বুঝিয়ে দিয়েছে যে উগ্র সাম্প্রদায়িকতা নয়, ধর্মনিরপেক্ষতা ও পরম্পরাই ভারতের একমাত্র সত্য। এদিনের বেশিরভাগ প্রতিবাদ মিছিলে দাবী করা হয়েছে, অবিলম্বে ধবংসপ্রাপ্ত বাবরি মসজিদের পুণনির্মাণ করতে হবে, এনআরসি বাতিল করতে হবে, আখলাক খুনের ঘটনায় সত্য তদন্তকারী অফিসার খুনের নিরপেক্ষ তদন্ত করতে হবে, দেশব্যাপী সাম্প্রদায়িক উত্তেজনা বন্ধ করতে হবে। এদিন প্রতিবাদ মিছিলের কাছে বিজেপি-র ‘বীরত্ব দিবস’ ম্লান।

Back To Top