কবি রফিক উল ইসলাম ও তাঁর কবিতার ভুবন

~লিটন রাকিব

কবি রফিকউল ইসলাম

জন্ম ২ আগস্ট, ১৯৫৪ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলায়। খুবই আড়ালে। খুব একার সঙ্গে একা বসে রফিক উল ইসলাম। তার কবিতার পৃথিবী গড়ে তুলেছেন। আটের দশকে বিশিষ্ট এই কবির সাথে তার সমকালীন কোন কবির সঙ্গে জাত-গোত্রে মিল নেই। তার কবিতা পড়তে হবে একা একা, আর ভাবতেও হবে খুব একা একা। তুমুল আত্মবিলাসী এই কবি নিয়ত ভাঙচুরের সাক্ষী থেকেও এই একটা চরিত্র অর্জন করতে সক্ষম হয়েছেন যা কেবল একজনই কবিরই হতে পারে।

১৯৮৫ তবে প্রথম কবিতাগ্রন্থ ‘জলের মত সুখে আছি’, তারপর নানা স্তরে বাঁক বদল। ‘জিয়ারত’~এ সম্পূর্ণতাই ঘুড়ে দাড়ান। হারিয়ে যাওয়া আত্মাদের প্রার্থনারত শীর্ণহাত গুলির সঙ্গে নিজের দুহাত যুক্ত করে শান্ত এক পৃথিবীর স্বপ্নে জাগরিত থাকতে চাওয়া। ফলে তার ঈশ্বর শুধুমাত্র ভালো মানুষদের ছায়ায় ছায়ায় সুরভিত হয়ে উঠলেন। প্রবল আবেগে আর ভয়ংকর আগুনকে নতুনভাবে আত্মস্থ করতে চাইলেন তিনি। প্রতিরোধের দ্রুতি ছড়িয়ে পড়ল কবিতায়।

সৃষ্টি ও উদ্ভাসঃ

১) কাব্যঃ  

  1. জলের মত সুখে আছি / সপ্তাহ পাবলিকেশন / ১৯৮৫
  2. শব আর শব্দ ভৈরবী / পত্রলেখা / ১৯৮৯
  3. মৈত্র্যেয় রাত্রির পথে / পত্রলেখা / ১৯৯৩
  4. আমাদের বৃষ্টিপাতের মাঝখানে / দিবারাত্রির কাব্য / ১৯৯৭
  5. সোনালি শিবির / প্রতিভাস / ২০০১
  6. প্লাবনরেখা ছুঁয়ে / সৃষ্টি / ২০০১
  7. ভিন গাঁয়ের কথাটি / প্রতিভাস / ২০০৫
  8. অর্ধেক চাঁদের জন্য / প্রতিভাস / ২০১২
  9. আটাশ কিংবা ছাব্বিশ / প্রতিভাস / ২০১৪
  10. শ্রেষ্ঠ কবিতা / প্রতিভাস / ২০১৫
  11. অবসরের পর সেলফি / সিগনেট প্রেস / ২০১৮
  • অনুবাদ

  1. The Magic bridge / Papyrus / 2008
  2. The Magiic Bridge / Prativash / 2014
  3. Sunil Gangopadhayay / 2016
  • ছোটদের কবিতাঃ
  1. হাওয়ার কানে মেঘের দুল / পরম্পরা / ২০১১

  • সুনীল গবেষণা / সম্পাদনা কর্মঃ

  1. সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবন ও গ্রন্থ পরিচয় / ২০০৩
  2. বাবা (সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে) / পত্র ভারতী / ২০০৯
  3. নিজের সঙ্গে নিজে / প্রতিভাস / ২০১২
  4. সুনীল গঙ্গোপাধ্যায়ের ১০০টি প্রেমের কবিতা / প্রতিভাস / ২০১৩
  5. সুনীল গঙ্গোপাধ্যায় কথাবার্তা সংগ্রহ / প্রতিভাস / ২০১৩

  • বাংলাদেশ থেকেঃ

  1. সুনীল হুমায়ুন / বাংলা প্রকাশ / ২০১৪
  2. রফিক উল ইসলাম কবিতা সংগ্রহ / কথাপ্রকাশ / ২০১৮

  • প্রসঙ্গঃ রফিক উল ইসলামঃ

  1. রফিক কে পড়তে পড়তে / আবিষ্কার / ২০১৬

  • অন্যান্য গবেষণা ও সম্পাদনাকর্ম

  1. সত্তর আশির কবিতা / ১৯৯৫
  2. কবিতার আলোয় শ্রী সুভাষচন্দ্র বসু / ১৯৯৮
  3. সামসুল হক নির্বাচিত কবিতা / ১৯৯৮
  4. শ্রী সুব্রত রুদ্র (তিন খন্ডে) / ২০০২ / ২০০৬/ ২০০৮
  5. দু-বাংলার কবিতা সংগ্রহ / প্রতিভাস / ২০১৬
  6. সামসুল হক শ্রেষ্ঠ কবিতা / প্রতিভাস / ২০১৬
  7. সামসুল হক ছড়া সংগ্রহ / আবিষ্কার / ২০১৯
  8. দু-বাংলার কবিতা সংগ্রহ (দ্বিতীয় খন্ড) / প্রতিভাস / ২০১৯
  9. নয়া শতকের দু বাংলার কাব্য আবিষ্কার / ২০১৯

  • সম্পাদিত পত্রিকাঃ

  1. গ্রামনগর
  2. এসো এসো এসো হে বৈশাখ

আশির দশকের এই কবির জনপ্রিয়তা সাধারণ্যে আসেই, তিনি তা চাননি, কিন্তু চেয়েছেন নিবিষ্ট পাঠক, সমানধর্মী না হোক, সমদরদি। ৬৪ বছর বয়সেও তাঁর কলম সমানভাবে ক্রিয়াশীল আজও তাঁর সৃষ্টি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছে।

কবির সঙ্গে এই নিবন্ধের লেখক লিটন রাকিব

লেখকঃ লিটন রাকিব বিশিষ্ট কবি এবং বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে গবেষণারত স্কলার। লেখকের সাথে যোগাযোগ করতে পারেন লেখকের নামের উপরে ক্লিক করে অথবা সরাসরি ফোন করতে পারেন ৯৪৩৩৫ ০৬৬৬৪।

Back To Top