‘রাজ্যে বিজেপি ও তৃনমূলের মধ্যে নাটক হচ্ছে’ – সীতারাম ইয়েচুরি

দিনকাল ডেস্কঃ সিবিআই ও কলকাতা পুলিশের দ্বন্দ্ব নিয়ে বিজেপির বিরুদ্ধে গতকাল রাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্না শুরু করেছেন তাকে ‘বিশুদ্ধ নাটক’ বলে মন্তব্য করেছেন ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। গতকাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা শুরু করেছেন তা বিজেপি ও তৃণমূলের মিলিত নাটক বলেই মনে করছেন সীতারাম।

ইয়েচুরি ট্যুইটে লিখেছেন, “চিট ফান্ড কাণ্ডে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির মামলা কয়েক বছর ধরেই জনসমক্ষ্যে প্রকাশ পেয়েছে, কিন্তু মোদি সরকার নিজেই এই ঘটনার মাস্টারমাইন্ড বলে এতদিন ধরে চুপ থাকাই শ্রেয় মনে করেছিলেন। এখন ৫ বছর পর এটি বস্তুত একটি নাটক এবং বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে তৃণমূল নেতৃত্বও দুর্নীতি ঢাকতে নাটক শুরু করেছে।” তিনি আরও বলেন, “বিজেপি এবং তৃণমূলের কলকাতায় এই নাটকটি কোনও নীতির জন্য লড়াই নয়, বরং তাঁদের দুর্নীতি লুকাতে রাস্তায় নামা। সিপিআই (এম) কেন্দ্র এবং রাজ্যে এই অগণতান্ত্রিক, দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করছে এবং করবে।”

Back To Top