মুখোশের অন্তরালে (কবিতা)

মুখোশের অন্তরালে

~উমর ফারুক

জন্ম- জন্মান্তরের ভুলিবার নয়
কঠিন এই সময়—
সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি, ধর্ম,
নানা রঙে মিলেমিশে একাকার।
নাট্যকার নাটিকায় রস রাখে
এই সমাজ যেন এক নাট্যশালায়,
নানা রুপ প্রকাশ করে,
কিছু মুখ উন্মোচিত মুখোশের আড়ালে।

নাটকের রঙ্গ মঞ্চে,কৌতুকের দৃশ্য আসে।
বাস্তবে গুরু চরিত্রের খোজ নাহি মেলে
তারা মুখোশের অন্তরালে…
চুপটি করে বসে থাকে,

লঘুদের সনাক্ত করছে,
নিপীড়নের রোলার চালনা করছে
অসম্প্রীতির বীজ বুনছে,
ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগাতে,
দিনে রাতে ছক করছে..…
সেটাও মুখোশের আড়ালে-

নাটকে তো রস থাকে!
কিছু মজা আর সহনশীলতা
মানুষ জেগে ওঠে, প্রতিবাদী হয়
সৎ কথা বলতে শেখে,
সঠিক পথের দিশা পায় মানুষ—

কিন্তু এই নাটক???
সভ্যতার এক নয়া পদক্ষেপ যেন নিতে চলেছে
নাট্যকার আজ ভেসে আছে নাট্যরসে
নায়কও মেতে আছে নানা রঙ্গে,
যেন হাসি- কান্নার এক নয়া সংযমে
সমাজটাকেই রাঙিয়ে তুলেছে।
কিছু মুখোশ উন্মোচিত হয়েও
কেনা গোলাম হয়ে ঘানি টানছে।

শীঘ্রই মুখোশ উন্মোচিত হবে!
স্রষ্টার সম্মুখে তারা জবাবদিহি করবে,
অমানবিক আচরণের মামলা দায়ের করবে
শান্তির বাগিচায় শুয়ে থাকা পরীরা,
তাদের মুখের সামনে অপমানিত করবে।

হে প্রভু!
আমি নির্দোষ!
আমাকে অমানবিক অত্যাচার করেছে।
সেদিন কিভাবে বসে থাকবে,
মুখোশের অন্তরালে………..ْ ?

Back To Top