মীরাটের জাদুকর ভারতীয় বোলার প্রবীণ কুমারের অবসর গ্রহণ

দিনকাল ডেস্কঃ মীরাটের রাজকুমার ও ভারতীয় দলের নির্ভরযোগ্য বোলার প্রবীন কুমার সমস্ত রকম ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন।

১৩ বছরের ক্রিকেট কেরিয়ায়ের পর এটাই সব থেকে আদর্শ সময় বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “আমার কোন আক্ষেপ নেই, যতদিন খেলেছি হৃদয় দিয়ে খেলেছি। উত্তরপ্রদেশ থেকে আরও অনেক প্রতিভাবান খেলোয়ার আছে তাদেরও সুযোগ পাওনা। যদি আমি খেলি তাহলে একটা জায়গা দখল হয়ে থাকবে।  অন্য খেলোয়াড়দের ব্যাপারে ভাবাটাও একটা দায়ীত্ব। আমার সময় হয়ে গেছে এবং আমি সেটাকে মেনে নিচ্ছি। আমি খুব খুশি এবং উপরওয়ালার প্রতি কৃতজ্ঞ”। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে উপরিল্লিখিত মন্তব্য করেন প্রবীন কুমার।

প্রবীন কুমার ২০০৭ সালে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। মনোজ প্রভাকর তাকে মীরাটের জাদুকর উপাধি দেন। ২০১২ সালে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক খেলেন। তার বায়োডাটায় আছে লর্ডসের ময়দানে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও।

ভারতীয় দল, আইপিএল, প্রথম শ্রেণীর ক্রিকেটে দাপিয়ে বেড়ানো এই খেলোয়াড় ক্রিকেটপ্রেমীদের মনে যে অনেকদিন রাজ করবে সে বিষয়ে কোণ সন্দেহ নেই।

দিনকাল ডট ইন এর পক্ষ থেকে শুভকামনা রইল নতুন জীবনের।

Back To Top