কবিতাঃ বোশেখীর সুর

~উমর ফারুক

আকাশ এবার জাগল নেচে
মন হল উত্তাল
বোশেখী সুর লাগল কানে
ধুয়ে যাক সব জঞ্জাল।

চন্দ্রাবতীর আলোয় ঢাকা
সারা শহর ময়
অ্যাসিড পটাস খেয়ে সদা
হাকছে এবার সময়।

বোশেখীর সুর দূর পাহাড়ে
বাজায় বাদ্য ঢোল
ফনিমনসার ঝোপঝাড়ে তার
হয় যে হট্টগোল।

চলে গেল চৈত্রের মায়ের
কত রঙের ছবি
এমন দিনের মত্ততার এক
ঘটল দশা আজগুবি!

রঙ আর ছায়ের কালোর দ্রবন
মিশে হয় একাকার
সাদার ভেতর কত পবিত্রতার
প্রতিকের আছে সমাহার ।

Back To Top