বিদ্যাসাগরের পর কে?

সম্পাদকীয়

বিদ্যাসাগরের পর কে? রামমোহন , গান্ধীজী , নেতাজী, লেনিন, সুকান্তের মূর্তি ভেঙ্গেও ক্লান্তি নেই হিন্দুত্ববাদীদের। খোদ কলকাতায় বাইরের রাজ্য থেকে লোক ভাড়া করে এনে রোড শো করার নামে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তি ভাঙল বিজেপি ও হিন্দুত্ববাদীরা । বিজেপির সর্ব ভারতীয় সভাপতি আমিত শাহ –এর সামনেই। এই হিন্দুত্ববাদীরা বিদ্যাসাগরের ভেঙে ক্ষান্ত হয়নি। তারা কলেজ স্কয়ার থেকে আরেক টু গিয়েই বিদ্যাসাগর কলেজ ব্যাপক ভাঙচুর করে তাণ্ডব চালিয়েছে। একটি প্রতিস্থাঙ্কে আক্রমণ করার ২০০৬ সালের নভেম্বর মাসে ঘটেছে পশ্চিমবঙ্গ বিধান সভা তাণ্ডব চালিয়ে। আমাদের রাজ্যে হাওয়া জেলা আদালতে হামলার ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। এখন মনে হচ্ছে এই প্রবনতা খুবই খারাপ। রবীন্দ্র নাথকে সিলেবাস থেকে বাদ দিতে চাইছে বিজেপি। এখন আমজনতার প্রশ্ন, বিজেপি এরপর কাকে নিশানা বানাবে ? রবীন্দ্রনাথ, নজরুল, না নেতাজীকে?   

Back To Top