কাটল জট, স্বাভাবিক হল হলদিয়া বন্দর

দিনকাল ডেস্কঃ  শ্রমিক বিক্ষোভের জেরে হলদিয়া বন্দরে যে অচলাবস্থা তৈরি হয়েছিল  তার জট কাটল। শুক্রবার শ্রমিকরা তাদের কর্মবিরতি তুলে নিল। হলদিয়া বন্দর কর্মকর্তার হস্তক্ষেপে এই জট কাটল বলে মনে করা হচ্ছে। এর সঙ্গে শ্রমিক ইউনিয়ন গুলিও ইতিবাচক ভূমিকা পালন করে। হলদিয়া বন্দর কর্মকর্তা কাজে গাফিলতি এনে ২০ জন শ্রমিককে শোকজ করে। এরই প্রতিবাদে শ্রমিকরা কাজ কর্ম বন্ধ করে দেন। এমন কি পন্য ওঠা-নামার কাজও বন্ধ করে দেন। এই অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য বন্দর কর্মকর্তা ও শ্রমিক ইউনিয়নএর নেতৃত্বে শুক্রবার বিশেষ বৈঠক করলে সেখানেই বন্দর কর্মকর্তাদের আস্বাসে শ্রমিকএর কর্মবিরতি ওঠে যায়। তারা কাজে যোগ দেন। ফলে হলদিয়া বন্দরের অচলাবস্থার অবসান হয়।

Back To Top