কবিতাঃ ভারতের শ্রমিক

~গোলাম মহাম্মদ

শ্বেত পাথরে গড়া প্রেমের তাজমহল
তাকি গড়ল শাহজাহান ?
নাকি গড়ল শ্রমিকে?
তবে ঐতিহাসিক করল কেন ভুল?
স্রষ্টার রুপে তাহার নাম লিখে ?

ঐ যে জামে মসজিদ আছে যাহা দিল্লিতে,
পারবে কি কেউ এই কথা লিখে দিতে-
গড়েছিল একা সম্রাট আকবর !
এনেছিল কি সে বয়ে কত শত পাথর ?

কুতুব মিনার গড়েছিল জানো কারা?
পাথর ঘারে বয়ে আনিত যারা !

হাজারদুয়ারি গড়েছিল কি সিরাজ ?
কার বলে তবে মসনদে সে বিরাজ ?

গড়েছিল কারা শত শত রাজবাড়ি !
যেতে হল কেন তাহাদের সেথা ছাড়ি ?
কেন তবে লেখা নেই তাহাদের নাম ?
তাহাদের ছাড়া কি আছে এদের দাম ?

মূল কাজে আছে শ্রমিক ভায়ের শ্রম
অজ্ঞাত মোরা এটাই মোদের ভ্রম!
যে করে কাজ তাঁর নামই বইয়ে নাই
বাস্তব যাঁরা তারাই শ্রমিক ভাই !

Back To Top